Tuesday, October 14, 2025
HomeWest Bengalরাজ্যপালের মুদ্রাদোষ হয়েছে, মন্তব্য কুণালের

রাজ্যপালের মুদ্রাদোষ হয়েছে, মন্তব্য কুণালের

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা। শনিবার রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’-এর ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে রাজ্যপাল জানান, ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’। এবার এ ইস্যুতে সংবাদমাধ্যমে সামনে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। নজিরবিহীন ভাষায় রাজ্যপালকে কটাক্ষ করলেন কুণাল।

Advertisements

তিনি বলেন, ‘রাজ্যপাল বিধানসভা সম্পর্কে যেটা করেছেন, তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন, এই বিষয়ে কোনও সংঘাত বা বৈপরীত্য নেই। রাজ্যপালকে সুপারিশ করা অনুযায়ী তিনি করেছেন। সমস্যা হল, রাজ্যপাল মুদ্রাদোষ অনুযায়ী টুইট করে ফেলছেন। প্রশাসনিক রীতিনীতির বিষয়ে টুইট করে ফেলছেন। উনি সবুজ মনের মানুষ, ট্যুইট করে ফেলেন। ওনাকে বলব গোপন প্রেমে পড়লেও টুইট করবেন না, কিছু জিনিস গোপনে রাখতে হয়।’

Advertisements

পুরভোটের আবহে শনিবার রাজ্যপাল লেখেন টুইট করে লেখেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হচ্ছে বিধানসভার অধিবেশন। সংবধানের ১৭৪ নম্বর ধারা মেনে এই কাজ করেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments