CBI: অভিষেক ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর নমুনা সংগ্রহে আদালত কী বলবে? তৃণমূলে উদ্বেগ

tmc

আরও বিপাকে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। আজ চিকিৎসককে আদালতে থাকার নির্দেশ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ চিকিৎসকের থাকার নির্দেশ। ইডির যুগ্ম আধিকারিককেও থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ শুনানি।

গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি চলছিল অমৃত সিনহা রেজলাসে তখনই তিনি আধিকারিক অভিজ্ঞ চিকিৎসকদের আদালতে থাকার নির্দেশ দেন। আজ বেলা সাড়ে তিনটের সময় এই মামলার শুনানি হবে। ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছে এনফোর্সমেন্টের একটা আধিকারিকরা। তা নিয়ে বিস্তর জটিলতা দেখা দিয়েছে। তাই এতগুলো মাস কেটে গেলেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি।

   

এই টানাপোড়ন দেখা গিয়েছিল একদিকে ইডি আধিকারিক, এসএসকেএম হাসপাতাল, ইএসআই হাসপাতালের মধ্যে‌। এই জট কাটাতেই আদালতের হস্তক্ষেপ নেওয়া হয়েছে। আজ সুজয় কৃষ্ণের আইনজীবী যেমন বক্তব্য রাখবেন তেমন বক্তব্য রাখবেন ইডি আধিকারিকের আইনজীবীও। ইএসআই হাসপাতালের মেডিকেল টিমও আজ বক্তব্য রাখবে। সমস্ত বক্তব্য শোনার পর আদালতের পক্ষ থেকে কি নির্দেশিকা দেওয়া হয় সেদিকেই তাকিয়ে আইনজীবী মহল।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, একজন মানুষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এত টালবাহানা হচ্ছে কেন ওখানে কি কোন গন্ডগোল রয়েছে। এরকম লোকেদের জোর করে তুলে নিয়ে এসে গলার স্বর নেওয়া উচিত। যার কথার উপর এত বড় দুর্নীতি আটকে আছে। সত্যসন্ধানে যে বাধা হয়ে দাঁড়িয়েছেন আইনের সে অধিকার আছে‌। আমাদের প্রশ্ন আইন কেন হাত বন্ধ করে আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন