মেসির সঙ্গে Netflix ওয়েব সিরিজে মোহনবাগানের জেসন কামিন্স!

ফের খবরের শিরোনামে মোহন বাগান ( Mohun Bagan) সুপার জায়ান্টের জেসন কামিন্স (Jason Cummings)। তাকে নাকি Netflix ওয়েব সিরিজে দেখা গিয়েছে। কারণ লিওনেল মেসি। এই…

Jason Cummings Joins Messi in New Netflix Web

ফের খবরের শিরোনামে মোহন বাগান ( Mohun Bagan) সুপার জায়ান্টের জেসন কামিন্স (Jason Cummings)। তাকে নাকি Netflix ওয়েব সিরিজে দেখা গিয়েছে। কারণ লিওনেল মেসি। এই বিষয়টা মোহনবাগান সমর্থকরা কি গর্ব করবে পারেন? বলা মুশকিল। আপাতত জেসনের ক্যারিয়ারের অন্যতম হাইলাইট হতে পারে এই ঘটনা।

ভারতে আসার পর জেসন কামিন্স যেমনই খেলুক না কেন, তার ফুটবল বায়োডাটা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ফুটবল খেলেছেন ভদ্রলোক। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে পৌঁছেছিলেন কাতার। বিশ্বকাপের সময় ছিলেন মাঠে। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দিনেও স্কোয়াডের সঙ্গে ছিলেন জেসন। মেসির সঙ্গে হয়েছিল আলাপ। কাতার বিশ্বকাপ ও লিওনেল মেসি- জেসন কামিন্সের ক্যারিয়ারের সঙ্গে এই দুই শব্দ জোড়া জড়িয়ে পড়েছে অঙ্গাঙ্গিভাবে।

ফুটবল ও লিওনেল মেসি নিয়ে নেটফ্লিক্স একটি ওয়েব সিরিজ তৈরি করেছে। ওয়েব সিরিজটির নাম Captains of the World। ওয়েব সিরিজটির তিন নম্বর অংশে উঠে এসেছিল আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপ ম্যাচের টুকরো ঘটনা। সেখানেই দেখা গিয়েছে জেসন কামিন্সকে। কয়েক সেকেন্ডের জন্য। ওই ম্যাচের হিট অফ্ দ্যা মোমেন্টের সময় মেসি ও কামিন্স এক ফ্রেমে চলে এসেছিলেন। কামিন্স মাঠের বাইরে ছিলেন। মাঠের বাইরে থেকে কিছু বলার চেষ্টা করছিলেন হয়তো।

জেসন কামিন্সকে নিয়ে মোহন বাগান সুপার জায়ান্ট সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি। কয়েক কোটি টাকা মূল্যের গোলমেশিন। মরসুমের শুরুর দিকে গোল করেছিলেন কিছু। তারপর সব যেন চুপচাপ। মরসুমের দ্বিতীয় পর্যায়ে কিছু গোল করতে পারেন কি না এখন সেটাই দেখার।