West Bengal: নির্বাচনের আগে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর

PIL Likely in Calcutta HC Against Protest Marches Towards Nabanna
PIL Likely in Calcutta HC Against Protest Marches Towards Nabanna

 

লোকসভা ভোটের দামামা বেজে যেতেই একের পর এক রাজনৈতিক দল ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য মরিয়া কৌশল চালাচ্ছে। এইবার রাজ্য ( West Bengal) সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ভাল খবর দিল। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

   

প্রসঙ্গত এর আগে চুক্তিভিত্তিক কর্মীরা অবসরের পরে দুই থেকে তিন লাখ ভাতা পেত। তবে এইবার থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে পাঁচ লাখ করা হলো।

বুধবার এই মর্মে রাজ্য সরকারের অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে।

চুক্তির ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও পার্শ্বশিক্ষক, এসএসকে – এমএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অনারারি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, অক্সিলিয়ারি দমকলকর্মীদের মতো কর্মীদেরও এই সুবিধা প্রদান করা হবে বলে জানা গিয়েছে।

ভোটের ঠিক আগে এই অবসরকালীন ভাতা বৃদ্ধিতে কি ভোট বক্সে কিছুটা প্রভাব ফেলবে, সেটা হয়ত সময়ই বলবে, তবে এই ভাতা বৃদ্ধির খবরে আপাতত খুশির হাওয়া চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন