HomeWest BengalKolkata CityWeather: সামান্য নামবে তাপমাত্রা, পাশাপাশি রয়েছে দুর্যোগের শঙ্কা

Weather: সামান্য নামবে তাপমাত্রা, পাশাপাশি রয়েছে দুর্যোগের শঙ্কা

- Advertisement -

সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ আজ মঙ্গলবারেও জায়গায় জায়গায় দুর্যোগের (Weather) ভ্রুকুটি রয়েছে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ঝেঁপে বর্ষণের (Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিকে আজ মোটের ওপর শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ অ বর্ধমানে বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর মৌসম ভবন। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি।

   

পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়েছে। যে কারণে এবার হু হু করে বাড়তে থাকবে তাপমাত্রা। গরমে নাজেহাল অবস্থা হওয়ার দিন এসে গিয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। এদিকে ভ্যাপসা গরমের পূর্বাভাসের মাঝেই নতুন করে পারদ নামার ইঙ্গিত দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী তিন দিন সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তবে শুক্রবার থেকে ফের যে কে সেই অবস্থা হবে, অর্থাৎ গরম বাড়বে। আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular