ISL: পিছিয়ে থেকেও ড্র হায়দরাবাদের, প্লে অফের লড়াইয়ে নর্থইস্ট ইউনাইটেড

এবার দ্বিতীয় লেগ থেকেই জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রথম লেগে খুব একটা দাপট দেখাতে না পারলেও বর্তমানে ম্যাচ যত এগোচ্ছে ততই যেন সক্রিয়…

Hyderabad FC Draw

এবার দ্বিতীয় লেগ থেকেই জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রথম লেগে খুব একটা দাপট দেখাতে না পারলেও বর্তমানে ম্যাচ যত এগোচ্ছে ততই যেন সক্রিয় হয়ে উঠছে টেবিলের তলানিতে থাকা একাধিক ক্লাব। গত কয়েকদিন আগেই ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলকে হারিয়ে প্রথম ছয়ে উঠে এসেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। বলতে গেলে এবারের সুপার সিক্সের অন্যতম দাবিদার আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না কর্নাটকের এই ফুটবল দলের। জাতীয় দলের প্রয়োজনে শুরু থেকেই একাধিক ফুটবলারদের পাওয়া সম্ভব হয়নি তাদের। যারফলে, একাধিক ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। এসবের মাঝেই লড়াইয়ে টিকে থাকল নর্থইস্ট ইউনাইটেড।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার হায়দরাবাদ এফসির ঘরের মাঠে খেলতে নেমেছিল হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড। প্রথমদিকে

প্রজ্ঞান গোগোই এবং অ্যালেক্স সাজির গোলে জন আব্রাহামের ক্লাব এগিয়ে থাকলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সময় যতই এগিয়েছে ততই আক্রমণাত্মক হয়ে উঠেছে হায়দরাবাদ এফসি।

যারফলে, অনায়াসেই তারা শোধ করে দেয় দুইটি গোল। সিংতোর দলের হয়ে গোল করেন ভারতীয় তারকা মাখন চোটে এবং বিদেশী ফুটবলার জোয়া‌ ভিক্টর। বলা যায় এই দুই ফুটবলারের গোলেই ম্যাচে ফিরে আসে নিজামের শহরের এই ফুটবল ক্লাব।

অন্যদিকে, অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হলেও সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকল নর্থইস্ট ইউনাইটেড। ১৭ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে মোট ২০ পয়েন্ট। নর্থইস্টের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে কলকাতা ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পরবর্তী ম্যাচে বেনোলীকের ছেলেরা জয় পেলে প্লে অফে যাওয়া কার্যত অসম্ভব হয়ে যাবে মশাল ব্রিগেডের।