সক্রিয় গভীর নিম্নচাপ, একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

যত সময় এগোচ্ছে বঙ্গোপসাগরে ততই গভীর হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার ভ্রুকুটি।
শুধু তাই নয়, এই দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ হতে পারে বুধবার। এই পরিস্থিতি বজায় থাকবে চলতে পারে ১১ অগাস্ট পর্যন্ত। বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলা নিম্নচাপের জেরে আগামী দু-তিনদিন ওড়িশা ও পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘণ্টায় এটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা ও ছত্তীসগঢ় জুড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।
সোমবার সকাল পর্যন্ত কালাহান্ডি ও রায়গাদা জেলার কিছু কিছু জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি ভারী বৃষ্টিপাতের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলা সরকার রাজ্যের উপকূলীয় অঞ্চলের জেলাগুলির প্রশাসনকে একটি প্রত্যাশিত নিম্নচাপের পরিপ্রেক্ষিতে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছে।
বজ্রপাত এড়াতে মানুষকে ঘরের মধ্যে থাকার পরামর্শও দিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।
দিঘায় পর্যটকদের জন্য রবিবার থেকে সমুদ্র স্নানে পাঁচ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
পূর্ব মেদিনীপুরের বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন, দিঘা, মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের সমুদ্র থেকে নামতে নিষেধ করা হয়েছে এবং মৎস্যজীবীদের রবিবার বিকেলের মধ্যে তাদের ঘাঁটিতে ফিরে যেতে বলা হয়েছে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে অতিভারী বৃষ্টি। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।