আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শনিবার শহরজুড়ে মুষলধারে নামল বৃষ্টি। এদিন স্বস্তির বৃষ্টিতে ভিজলেন শহরবাসী। তবে এখনি রেহাই মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Advertisements
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার দিনভর দফায় দফায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
Advertisements
অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে।
