Maharashtra Crisis: ভাঙছে শিব সেনা, উদ্ভবকে চ্যালেঞ্জ ঠুকে দল ঘোষণার পথে শিন্ডে

শনিতে সর্বনাশ ঢুকে গেল ঠাকরে পরিবারে। নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন একনাথ শিন্ডে। তিনি উদ্ভব ঠাকরের নেতৃত্ব মানবেন না বলেই স্থির। শিন্ডের অবস্থানে শিব…

Eknath Shinde

শনিতে সর্বনাশ ঢুকে গেল ঠাকরে পরিবারে। নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন একনাথ শিন্ডে। তিনি উদ্ভব ঠাকরের নেতৃত্ব মানবেন না বলেই স্থির। শিন্ডের অবস্থানে শিব সেনা ভেঙে যেতে চলেছে। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Crisis) আরও বড় আকার নিল।

বিদ্রোহীদের আগেই বার্তা দেন মু়খ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তিনি বলেন, চাইলে বিক্ষুব্ধরা চলে যান। তিনি নিজে নতুন করে শিবসেনা গঠন করবেন। ঠিক তার পরেই বৈঠকে বসল একনাথ শিন্ডে শিবির। সূত্রের খবর, সেই বৈঠকে স্থির হয়েছে, নিজেদের দলের নাম ‘শিবসেনা বালা সাহেব’ রাখতে চলেছেন বিক্ষুব্ধ বিধায়করা। শোনা যাচ্ছে, ৩৭ জন শিনসেনার বিধায়ক এবং নির্দল বিধায়কদের নিয়ে এই নাম ঘোষণা করবেন একনাথ শিন্ডে।

   

‘হিন্দুত্ব’ এবং ‘বালাসাহেব ঠাকরে’ এর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন একনাথ শিন্ডে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিজেদের গ্রুপের নামে বালাসাহেব ঠাকরের নাম উল্লেখ করে শিবসেনার কর্মীদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তিনি।

শনিবার আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে শিবসেনার তরফে। ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দিতে শিবসেনা ভবনে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যেখানে নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে হামলার অভিযোগ ওঠে। বিধায়কদের পরিবারগুলিকে নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেকে চিঠি দেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানিয়েছেন, কোনও বিধায়কের থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। যে সমস্ত বিধায়করা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের পরিবারের সুরক্ষার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।