Home West Bengal Kolkata City আসছে মেঘ, ভিজবে বাংলা

আসছে মেঘ, ভিজবে বাংলা

weather

আবহাওয়া নিয়ে ফের বড়সড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া বিভাগ। জানানো হয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, ঝাড়খন্ড এবং বিহারের আরও কিছু অংশে আজ অগ্রসর হয়েছে।

Advertisements

আবহাওয়া দফতর ঘোষণা করেছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, বিদর্ভ, অন্ধ্র প্রদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, ছত্তীসগঢ় ও ওড়িশার আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কিছু অংশ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্ব উত্তর প্রদেশে বর্ষার আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল।

   

এদিকে, উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরে সেগুলি কমে যাবে বলে অনুমান। আগামী দুই-তিন দিন উত্তর, মধ্য ও পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আইএমডি।

Advertisements