ডাকছে ব্যাঙ ডাকছে মেঘ বৃষ্টি এলো বঙ্গে

তীব্র গরমে নাজেহাল সাধারণ রাজ্যবাসী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ বাসীর কপালে শিরে সংক্রান্তি। মঙ্গলবার রাতে ছিঁটেফোঁটা, দমকা হাওয়া হলেও বুধবার সকাল থেকেই সেসি অস্বস্তিকর গরম ভাব।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে৷ প্রাক মৌসুমী বায়ুর চলন শুরু হয়ে গেলেও বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভবনা ছিঁটেফোঁটা৷ কলকাতাতেও হবে অল্প বৃষ্টি।

   

এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আসাম, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, গুজরাট এবং তেলঙ্গানায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

এছাড়াও, অসমে অবিরাম বৃষ্টিপাতের ফলে রুক্মিণী গাঁও, অনিল নগর, নবীন নগর, হাতিগাঁও, চিড়িয়াখানা রোড এলাকা সহ গুয়াহাটির বেশ কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন