Presidential Election: মমতার পাশে নেই আম আদমি, দিল্লিতে গুরুত্বহীন তৃণমূল সুপ্রিমো

রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) ঘিরে বিরোধী শিবিরে চওড়া হচ্ছে ফাটল। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পর মমতার ডাকা বুধবারের বৈঠকে উপস্থিত থাকছে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি…

রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) ঘিরে বিরোধী শিবিরে চওড়া হচ্ছে ফাটল। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পর মমতার ডাকা বুধবারের বৈঠকে উপস্থিত থাকছে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির বিরোধী মঞ্চে নতুন মোড় নিতে শুরু করেছে এখান থেকেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সুসম্পর্ক সম্পর্কে অবগত রাজনৈতিক মহল। কিন্তু হঠাৎ করে কী কারণে বৈঠক বয়কট করল আম আদমি পার্টি? কংগ্রেস বিরোধীতাই কী প্রধান ইস্যু? প্রশ্ন রাজনৈতিক মহলে। কারণ, এই মুহুর্তে পাঞ্জাব এবং তেলেঙ্গানার ক্ষমতায় রয়েছে টিআরএস এবং আম আদমি পার্টি। দুটি রাজ্যেই তাঁদের বিরোধী পক্ষ কংগ্রেস।

   

কিছুদিন আগে অকংগ্রেসি দলগুলিকে একজোট করার উদ্যোগ নিয়েই কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাত সেরেছিলেন কেসিআর। তাই মমতার বৈঠকে কংগ্রেসের তিন নেতা উপস্থিত থাকতেই সরে দাঁড়াল দুই দল। তবে প্রার্থী নির্বাচিত হলে সিদ্ধান্ত নেবে কেজরিওয়াল। এমনটাই সূত্রে খবর৷

তবে এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা শরদ পাওয়ারের। গতকালই দিল্লি উপস্থিত হয়ে পাওয়ারের বাসভবনে একপ্রস্থ বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে উপস্থিত থাকার কথা নাম প্রতিনিধিদের৷ উপস্থিত থাকার কথা এইডি দেবেগৌড়া, এইচ ডি কুমারস্বামী।

উপস্থিত থাকবেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ডিএমকের তরফে টিআর বালুর উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবে সমাজবাদী পার্টি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল নিজে উপস্থিত থাকবেন কি না, সেটা এখন দেখার।

অন্যদিকে, বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস। কংগ্রেস নেতাদের তরফে থাকার কথা জয়রাম রমেশ, মল্লিকাজুন খাড়গে এবং রণদীপ সিং সুরজেওয়ালা। শিবসেনার তরফে উদ্ধভ ঠাকরে নিজে উপস্থিত না থাকলেও শিবসেনার কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।