HomeWest BengalKolkata CityWeather: দীপাবলিতে ঝলমলে আবহাওয়া

Weather: দীপাবলিতে ঝলমলে আবহাওয়া

- Advertisement -

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন রাজ্যের কোনও জেলার তাপমাত্রার হেরফের হবে না। এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। হালকা শিরশিরানি অনুভূত হবে। সোয়েটার বের করার সময় হয়নি। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ – রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কালীপুজো ও ভাইফোঁটায় বৃষ্টি হবে না রাজ্যে।

আজ শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যে কোনও জেলায় বৃষ্টি হবে না।

   

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদা বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হবে না। মূলত পরিষ্কার থাকবে আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আগামী শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular