Weather: দক্ষিণবঙ্গের ৪ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, ভিজবে কলকাতাও

wb-weather-update-rain-forecast-in-all-over-bengal-14-june-and-15-june

আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লোকসভা ভোট। বাংলাতেও বেশ কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু আজ ভোটের দিন বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে সে ব্যাপারে কিছু জানেন? আজ কি বৃষ্টি হবে? জেনে নিন।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিনটি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের মূলত চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন মূলত সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। এছাড়া বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

আবহাওয়া দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বঙ্গোপসাগর থেকে একটি শক্তিশালী আর্দ্রতা প্রবাহিত হওয়ার কারণে উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উচ্চতায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ সোমবারের পর অন্তত মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisements

অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও হলুদ তর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। তবে মঙ্গলবারের পর থেকে ফের একবার পশ্চিমের জেলাগুলির পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। অন্যদিকে ঘেমে নাকাল হতে পারেন কলকাতার মানুষজন।