HomeWest BengalKolkata CityUnderwater Metro: সকাল সকাল চালু হল হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, উৎসবের মেজাজে যাত্রীরা

Underwater Metro: সকাল সকাল চালু হল হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, উৎসবের মেজাজে যাত্রীরা

- Advertisement -

 

আজ শুক্রবার সকাল থেকেই শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Underwater Metro) পর্যন্ত যাত্রী পরিষেবা। আজ এই রুটে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাতটায়। ঐ সময়েই যাত্রীদের ভিড় দেখা গেল অধীক মাত্রায়। যাত্রীদের মধ্যে অনেকেই আজ ক্যামেরা বন্দি করে রাখছিলেন মেট্রো স্টেশনের। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় এই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

   

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করার পরই ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা এই মেট্রোর মাধ্যমে।

এদিকে এই রুটে ৭টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই রুটের মেট্রো। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই রুটে মেট্রো। রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে এই রুটে মেট্রো চলবে।

মেট্রো রেলের পক্ষ্য থেকে জানানো হয় হাওড়া থেকে হাওড়া ময়দান যেতে ভাড়া লাগবে পাঁচ টাকা। হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে খরচ পড়বে ৩০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার যেতে খরচ পড়বে ২৫ টাকা। হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড যেতে লাগবে ২০ টাকা। হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান পর্যন্ত যেতে লাগবে ১৫ টাকা করে। হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক যেতে ২০ টাকা।

অপরপক্ষে আবার হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট) যেতে ২৫ টাকা লাগবে। হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া) যেতে ৩০ টাকা। হাওড়া থেকে সত্যজিৎ রায় যেতে ৩৫ টাকা। হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত যেতে ৪০ টাকা। এবং হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) যেতে ৫০ টাকা পর্যন্ত লাগবে বলে জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular