CAA: রাস্তায় নেমে বিক্ষোভ পাকিস্তান ও আফগানিস্তানের শরণার্থীদের, ব্যাপার কী?

সিএএ (CAA) ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী দিল্লি। না, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, এবার এই সিএএ-র বিরোধিতা যে দলগুলি বা নেতারা…

সিএএ (CAA) ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী দিল্লি। না, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, এবার এই সিএএ-র বিরোধিতা যে দলগুলি বা নেতারা করেছেন তাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন মানুষ।

সিএএ বাস্তবায়ন নিয়ে বিবৃতির জন্য ইন্ডিয়া জোট এবং কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দেখান পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন। এরপরেই পুলিশের সঙ্গে চরম ধ্বস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। নানকি নামের এক শরণার্থী বলেন, ‘আমরা অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ করছি। তারা কেন আমাদের অধিকার কেড়ে নিচ্ছে? প্রধানমন্ত্রী মোদী আমাদের অধিকার দিচ্ছেন, তা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’