Virat Kohli: বিরাট কোহলির এই রেকর্ড ৮ বছরে ভাঙতে পারেনি কেউ

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪। প্রথম দিন মুখোমুখি হবে সিএসকে ও আরসিবি। আরসিবির (RCB) নাম উঠলেই সবার আগে মাথায়…

Virat Kohli

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪। প্রথম দিন মুখোমুখি হবে সিএসকে ও আরসিবি। আরসিবির (RCB) নাম উঠলেই সবার আগে মাথায় আসে বিরাট কোহলির (Virat Kohli) নাম। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে বিভিন্ন পরিসংখ্যান। বিরাট কোহলির এমন একটি রেকর্ড রয়েছে যেটা এখনও কেউ ভাঙতে পারেননি।

দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে দেখা যাবে বিরাট কোহলিকে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি নিজেই। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। দীর্ঘ বিরতির পরে বিরাট আগামী ২২ মার্চ মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

   

২০১৬ সালের আইপিএল বিরাট কোহলির ভক্তদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। এক মরসুমে ৯৭৩ রান করেছিলেন কোহলি। বিশ্বের আর কোনো খেলোয়াড়ই এই পরিমাণ রানের ধারেকাছেও পৌঁছতে পারেননি। বিরাট কোহলি সে বছর তাঁর দলের হয়ে ১৬ টি ম্যাচ খেলেছিলেন এবং ৮১.০৮ গড়ে ৯৭৩ রান করেছিলেন। সেই মরসুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫২.০৩। চারটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ওই বছর তিনি ৮৪টি চার ও ৩৮টি ছক্কা মেরেছিলেন।

এখনও পর্যন্ত আইপিএলের এক মরসুমে কোনও ব্যাটসম্যান ৯০০ রান করতে পারেননি। ২০২৩ সালের আইপিএলে শুভমান গিল এর কাছাকাছি এসেছিলেন, কিন্তু বিরাটের রেকর্ড ভাঙতে পারেননি। গত বছর ৮৯০ রান করেছিলেন গিল। জস বাটলার ২০২২ আইপিএলে ৮৬৩ রান করেছিলেন। ২০১৬ আইপিএলে ৮৪৮ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। বাকি ব্যাটসম্যানদের কেউই ৮০০-র গণ্ডি টপকাতে পারেননি।