কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি চেয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের

রাজধানী দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করার অনুমতি চেয়ে তৃণমূল কংগ্রেস ফের দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে। TMC পশ্চিমবঙ্গের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, MGNREGA) কর্মীদের জন্য মজুরির দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করছে। এইবার, তৃণমূল কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের বাইরে কৃষি ভবন এবং লোধি এস্টেটে স্থান পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে।

Advertisements

চিঠিতে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন উল্লেখ করেছেন, “আমার ৩১ আগস্ট, ২০২৩ তারিখের চিঠির উল্লেখ করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের কর্মীদের নিয়ে একটি ধর্না করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, যাদের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে MGNREGA প্রকল্পের অধীনে।“ গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজের মাননীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং-এর বাসভবনের বাইরে ২৭ লোধি এস্টেট-এ ২ রা অক্টোবর এবং ৩ রা অক্টোবর, ২০২৩ ধর্না করার অনুমতি চেয়েই এই চিঠি দেওয়া হয়েছে।

   

এর আগে, তৃণমূল রামলীলা ময়দানে বিক্ষোভ করতে চেয়েছিল, কিন্তু দিল্লি পুলিশ ২ অক্টোবর বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করে। সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল নেতা এবং বাংলার মন্ত্রী শশী পাঁজা বলেছেন, অমিত শাহ দিল্লিতে সমাবেশের অনুমতি দিচ্ছেন না, তবে দল যেভাবেই হোক সমাবেশ করবে।

তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দিল্লিতে গান্ধী জয়ন্তীর সময় সমাবেশের ঘোষণা করেছিলেন। অভিষেক ২১ জুলাই কলকাতায় শহিদ দিবসের সমাবেশে এটি ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমাবেশে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements