মোহন-ইস্ট ISL ডার্বি নিয়ে প্রবল বিতর্ক

ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুম শুরু হওয়ার আগে ঢাকে কাঠি পড়েছে। ঘোষণা করা হয়েছে ISL 2023 শুরু হওয়ার দিন। সেই সঙ্গে শুরু হয়েছে বিতর্ক।

Mohun Bagan vs East Bengal ISL

ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুম শুরু হওয়ার আগে ঢাকে কাঠি পড়েছে। ঘোষণা করা হয়েছে ISL 2023 শুরু হওয়ার দিন। সেই সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন কলকাতার ফুটবল প্রেমীদের কেউ কেউ।

আগামী ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল। টেলিভিশনে Sports 18 চ্যানেলে সরাসরি খেলা দেখতে পাবেন। আর অনলাইন আইএসএল সম্প্রচার করবে Jio Cinema। এবারের আইএসএল এ মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হতে চলেছে আগামী আগামী ২৮ অক্টোবর।

আইএসএল ১০-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে। সমস্যাটা এখানেই। জানা গিয়েছে তার, কলকাতা ডার্বি কিক অফ হওয়ার সময় সন্ধ্যা ৮ টায়। খেলা হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা দেখতে আসাটা সমস্যার হবে না হয়তো। সমস্যা হবে ফেরা নিয়ে। ম্যাচ শেষ হয়ে গ্যালারি থেকে বেরিয়ে বড় রাস্তায় আসতে আসতে মোটামুটি আড়াই ঘণ্টা লেগে যেতে পারে। মানে তখন বাজবে রাত সাড়ে দশটা। ওই সময় মানুষ বাড়ি বাড়ি ফিরবেন কী করে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে।

অনেকে প্রশ্ন তুলেছেন, বড় ম্যাচ সন্ধ্যা ৮ টায় দেওয়ার মানে কী, কলকাতার বাইরে আশেপাশের এলাকা থেকেও তো প্রচুর মানুষ খেলা দেখতে আসবেন। কারও অভিযোগ, যে করেই হোক টেলিভিশনের প্রাইম টাইম ধরে রাখতে চাইছে আইএসএল আয়োজকরা। তাই দর্শকদের কথা ভুলে স্রেফ মুনাফার দিকে খেলা রাখা হচ্ছে।