Kolkata : হেলমেট থাকলেও ট্রাফিক সার্জেন্টের মাথায় ৫টি আঘাতে জন্ম অনেক প্রশ্নের

বাসন্তী হাইওয়েতে মাথায় আঘাত লেগে মৃত ট্রাফিক সার্জেন্টের ময়নাতদন্ত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর মাথায় আঘাত লেগেছিল। পাঁচ জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। এখানেই প্রশ্ন, তাঁর মাথায় ছিল হেলমেট। এর পরেও কীভাবে আঘাত পেলেন শশীভূষণ মিনজ।

ঘটনাটি ঘটেছিল সোমবার। জখম ট্রাফিক সার্জেন্টকে উদ্ধার করে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রাই উদ্ধার করেছিলেন তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

   

সূত্রের খবর, ট্রাফিক সার্জেন্ট শশীভূষণের ইন্টারনাল হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বাসন্তী হাইওয়ে দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ট্রাফিক সার্জেন্টের মাথায় ছিল হেলমেটে। ফলে হ্যামারেজের বিষয়টি ভাবাচ্ছে পুলিশ এবং তদন্তকারীদের।

দ ফরেন্সিক টিম খতিয়ে দেখছে সবদিক। রাস্তার ওপরে গর্ত রয়েছে। তার ওপর বাইকের চাকা পড়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন শশীভূষণ। বাইক থেকে পড়ার পর মাথায় চোট লেগে থাকতে পারে। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করা হচ্ছে বলে সূত্রের খবর। তবে পাঁচটি আঘাত নিয়েই ধন্ধ।

তদন্ত রিপোর্ট ও ময়না তদন্ত রিপোর্ট মিলিয়ে পরবর্তী সূত্রের অপেক্ষা। আপাতত অনেক প্রশ্ন ভিড় করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন