Flat Scam:কোটি কোটি টাকার দুর্নীতি, নুসরত ঘনিষ্ঠ টলি সুন্দরী রূপলেখাকে ইডি জেরা করবে

ফ্ল্যাট বিক্রি প্রতারণা (Flat Scam) মামলায় এবার টলিউডি অভিনেত্রী রূপলেখা মিত্রকে জেরা করবে ইডি। জানা যাচ্ছে তিনিও তৃ়ণমূল ঘনিষ্ঠ। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানের সাথে রূপলেখা ফ্ল্যাট বিক্রি সংস্থায় ছিলেন। সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সাথে জড়িত ছিলেন রূপলেখা।

‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’। যে সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে। এই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিনেত্রী রূপলেখা মিত্র। ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ ওঠার পর রূপলেখা জানিয়েছিলেন তাঁদের সংস্থার কাছে ৪ কোটি ৮০ লক্ষ টাকা পাওনা আছে  বেশ কয়েকজনের। নোটবন্দি ও কোভিড পরিস্থিতির জন্য ফ্ল্যাটের কাজ হয়নি বলেও জানান তিনি। বেলঘরিয়ায় তাঁরই ফ্ল্যাট রাকেশ সিংকে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানেই চলছে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার’ই নাম বদলে উই ব্রিং এক্সিম অফিস।ইচ্ছে, কলি সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রূপলেখা। তিনি জানান সিনেমার সূত্রেই রাকেশ সিংয়ের সঙ্গে পরিচয় হয়। তারপরই কনস্ট্রাকশান ব্যবসা শুরু।

   

ফ্ল্যাট দুর্নীতিতে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ তুলতেই তৃ়নমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানের পাশাপাশি উঠে আসে রূপলেখা মিত্রর নাম। রূপলেখা  জানিয়েছেন, ২০১৭ সালের পর থেকে নুসরত আর আর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখেনি। নুসরত যেতেন ওই অফিসে। নুসরতকে রাকেশ প্রচুর সাহায্য করেছেন বলেও দাবি করেছেন রূপলেখা। তিনি আরও বলেন, নুসরতের বোনের পড়াশোনার খরচ রাকেশ সিং দিতেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন