Asia Cup: আজ পাকিস্তানে ‘জয় বাংলা’ চিৎকার শোনার অপেক্ষায় বাঙালিরা

‘জয় বাংলা’-এই ধ্বনি দিয়েই লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজ ভাষায় দেশের অধিকার কেড়ে নিতে। বিশ্ব ইতিহাসের সেই রক্তাক্ত মোড়ে দ্বিখণ্ডিত হয়েছিল পাকিস্তান।

Bangladesh vs Pakistan

‘জয় বাংলা’-এই ধ্বনি দিয়েই লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজ ভাষায় দেশের অধিকার কেড়ে নিতে। বিশ্ব ইতিহাসের সেই রক্তাক্ত মোড়ে দ্বিখণ্ডিত হয়েছিল পাকিস্তান। জন্ম নিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন, ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক থাকলেও তা তেমন পোক্ত নয়। ক্রিকেট কিংবা আম কূটনীতি হলো দেখনদারি।

ফলে বাইশ গজের লড়াইয়ে সেই দ্বন্দ্ব চরমে ওঠে। এই দ্বন্দ্ব নিয়েই এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে বাংলাদেশ জিতলেই ‘জয় বাংলা’ ধ্বনি উঠবে পাকিস্তানের মাটিতে। ফলে ম্যাচটি নিয়ে বাড়তি চাপ বাংলাদেশের।

   

এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে। ফাইনালে ওঠার লক্ষ্যে এই পর্বের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন সাকিব-মিরাজরা। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ফেবারিট বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান। বিবিসি জানাচ্ছে, মুখোমুখি পরিসংখ্যান, বর্তমান র‍্যাংকিং এবং দলের পরিস্থিতি বিচারে পিছিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ। গত এক বছরে ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান ও খেলোয়াড়দের পারফরমেন্সের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে খেলা ২১ ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে পাক দল

পরিসংখ্যানে উঠে আসছে, পাকিস্তানের সাথে মুখোমুখি হয়ে বাংলাদেশ শেষ ৫টি ওয়ানডে ম্যাচের চারটিতেই জিতেছে।সেটিও অন্তত ৫ বছর আগের কথা। সেই পাকিস্তান দলের সাথে এই দলের যথেষ্ট পার্থক্য রয়েছে। ১৯৯৯ সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর থেকে ২০১৫ পর্যন্ত ১৬ বছরে ৪০টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত ৫টি টেস্ট, ১১টি ওয়ানডে আর তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেললেও জয় পাননি বাংলাদেশ।