Mamata Banerjee: অধীর গড়ে কোন রণনীতি তৃণমূলের? কালীঘাটে বৈঠক মমতার

Mamata Banerjee

লোকসভা ভোটের আগে নিজের জেলাকে গুছিয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)| অধীররঞ্জন চৌধুরীর জেলায় কোন রণনীতি নিয়ে যুদ্ধে নামবে শাসকদল। মূলত তা নিয়েই আজ বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডাকা হয়েছে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠক। থাকবেন মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

জানা গিয়েছে, কালীঘাটের বাড়ি লাগোয়া অফিসে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার, জেলার সংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরাও।

   

লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ইন্ডিয়া জোটের প্রভাব কতটা পড়বে, কোন পথেই বা জোটের অঙ্ক মেলাবে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস, সেদিকে যখন নজর সকলেরই। তার মধ্যে আজকের এই বৈঠক। অধীর গড়ে কোন স্টাটেজিতে কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এর ডাক দেবে তৃণমূল, নাকি সুর নরম থাকবে, সেটাই এখন দেখার।

এদিকে মুর্শিদাবাদ জেলায় মাথা চাড়া দিয়ে উঠেছে গোষ্ঠীকোন্দল। পুরভোট থেকে বিধানসভা কিংবা পঞ্চায়েত, দলে বিড়ম্বনা বেড়েছে। এই আবহে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বা কী বার্তা দেন মমতা, তাকিয়ে রাজনীতিমহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন