HomeWest BengalKolkata Cityবিজেপি ব্যবহার করছে ইডি-সিবিআইকে, প্রতিবাদে তৃণমূলের ধর্না

বিজেপি ব্যবহার করছে ইডি-সিবিআইকে, প্রতিবাদে তৃণমূলের ধর্না

- Advertisement -

একাধিক ইস্যুকে হাতিয়ার করে এবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসল তৃণমূলের (TMC) মহিলা নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ইডি-সিবিআইকে ব্যবহার করে প্রতিহিংসাপরায়ণ মনোভাব দেখাচ্ছে কেন্দ্রের শাসক দল। আর এই ঘটনার প্রতিবাদে টানা ৪৮ ঘন্টা ধর্না কর্মসূচি শুরু করল তৃণমূল।

শুধু তাই নয়, বাগদায় বিএসএফ-এর দ্বারা মহিলাকে ধর্ষণের অভিযোগ ও এবং বিলকিস বানোর অপরাধীদের মুক্তির বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা। এদিনের ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্য মহিলা তৃণমূলের নেতৃত্ব। তৃণমূলের প্রশ্ন, ‘বিরোধীদের ভূমিকা কী? সিবিআই-ইডি যাচ্ছে। বিজেপির ভূমিকা কী রয়েছে? বিজেপি বলে দিচ্ছে কী কী প্রশ্ন করা হবে।

   

বিজেপি বলে দিচ্ছে কার কার কাছে যাবে! দুর্নীতির সঙ্গে আপোষ মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। এখন থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী পাপ্পু এবং নীরব প্রধানমন্ত্রী ২৪ এর ক্ষমতায় আসতে চাইছেন। যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিয়াকারীকে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল তখন সেই ভিডিও বিজেপি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরেই সেই ভিডিও নামিয়ে দেওয়া হল।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular