Kolkata Chalantika: পাভেলের কলকাতা চলন্তিকা দেখে মুগ্ধ পিসি সরকার  

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত “কলকাতা চলন্তিকা” (Kolkata Chalantika)। যেখানে বহু পরিচিত মুখ অভিনয় করেছে যেমন সৌরভ দাস, ঈশা সাহা, দিতিপ্রিয়া, অপরাজিতা আড্ড ,…

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত “কলকাতা চলন্তিকা” (Kolkata Chalantika)। যেখানে বহু পরিচিত মুখ অভিনয় করেছে যেমন সৌরভ দাস, ঈশা সাহা, দিতিপ্রিয়া, অপরাজিতা আড্ড , খরাজ মুখোপাধ্যায় এর মত জনপ্রিয় অভিনেতারা ।

ছবিটির গল্প ২০১৬ সালে কলকাতার মানুষ দের নিত্য দিনের কাজের মধ্যে ব্যস্ত থাকার গল্প। ছোট থেকে বড়, ধনী থেকে গরীব সবার জীবন তাদের নিয়মেই চলতে চলতে হঠাৎ একটি উড়ালপুল ভেঙে পড়ে আর তারপরেই বদলে গেলো তাদের প্রত্যেকের জীবন। এই গল্পকে কেন্দ্র করে ছবিটি মুক্তির পর থেকেই কলকাতা বাসির মন ছুয়ে গেছে অনেকে মন্তব্য করেছে কলকাতাকে ভালবাসলে এই ছবিকে ভালবাসতে হবে।

এবার এই ছবি নিয়ে মন্তব্য করলেন ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়ার। তিনি বলেন “আমার সময় আর বর্তমান সময়ের মধ্যে প্রজন্মের মধ্যে পার্থক্য বেড়ে গিয়েছে। আমি সেকালের লোক আর ছবিটা একালের। যুগ পেরিয়ে আসতে কিছুটা সময় লেগে গেল। কিন্তু সেটার পথ সোজা করে দিল এই ছবিটা। প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল এতগুলো গল্প, প্রত্যেকটা প্রত্যেকের থেকে আলাদা, তারা একসঙ্গে কী করে আসবে? কিন্তু ছবির শেষে দেখলাম গল্পটা ম্যাজিকের মতোই সম্পূর্ণ। পাভেল মন ছোঁয়ার মতো একটা ছবি বানিয়েছে। কলকাতাকে যেন এই ছবির মধ্যে দিয়ে নতুনভাবে ফিরে পেলাম।”