TMC: মমতাকে পিছনে ঠেলছেন অভিষেক, বিতর্কিত তৃণমূল পোস্টার

TMC supporters at a political rally.

‘নতুন তৃণমূল’ পোস্টার ঘিরে সম্প্রতি রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল।
এরই মাঝে রবিবার আরও একটি পোস্টারকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। যা নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

নতুন এই পোস্টারে লেখা রয়েছে “পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যত”। এই পোস্টারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতে আরও লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংরেস ছিল, আছে ও থাকবে।
কলকাতা শহরের আনাচে কানাচে ঘোরাঘুরি করছে রবিবার নতুন পোস্টার যেন বিতর্কের অবসান ঘটাল।

   

সম্প্রতি দক্ষিণ কলকাতার একাধিক প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি ব্যানার পড়েছিল। তাতে লেখা ছিল ‘নতুন তৃণমূল’। হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়। শুরু হয় চাপানউতোর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন