BJP-NIA যোগসাজশের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

লোকসভা ভোটের মুখে বড় পদক্ষেপ নিল তৃণমূল। বিজেপি ও এনআইএ (BJP-NIA)-র মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে দিল্লিতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছে শান্তনু সেন, তৃণমূল সাংসদ দোলা সেন প্রমুখ। বিজেপি ও এনআইএ-র মধ্যে টাকা লেনদেনের আশঙ্কা করে কমিশনে গেল তৃণমূল।

দিল্লিতে উড়ে যাওয়ার আগে তৃণমূলের প্রতিনিধি দলের তরফে অভিযোগ করা হয়, ‘ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে।’ যদিও তৃণমূলের এই অভিযোগকে ধোপে টিকতে দেয়নি রাজ্য বিজেপি। আজ সোমবার বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘তৃণমূল কমিশনে যাচ্ছে যাক। কিন্তু তৃণমূলের ভূমিকা মানুষের জানা।’ 

   

 

রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ করে শাসক দল তৃণমূল। দলের দাবি, ‘বিজেপির কথায় চলছে এনআইএ (NIA)।’ কুণাল ঘোষ বলেন, ‘এনআইএ-র এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। ২৬ মার্চ NIA-র এসপির বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয়। কাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়।’ কুণাল ঘোষের দাবি, জিতেন্দ্র ও এনআইএ-র এসপির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হোক। এমনকি সাদা প্যাকেটে অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এনআইএ-র বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের অভিযোগ করেছে শাসক দল। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন