Madan Mitra: কাঁধের পর মেরুদণ্ডের নিচের হাড় ভাঙল মদন মিত্রের

Madan Mitra

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) শরীর খুব একটা ভাল যাচ্ছেনা। ফের বিপাকে মদন মিত্র। হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছে তাঁর। তার উপর নতুন সমস্যাও দেখা দিয়েছে। হাতের পর এবার ভাঙল কোমরের হাড়! কোমরের হাড়ে চিড় মদন মিত্রের। মেরদণ্ডের নীচের হাড়ে চিড়।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বাঁ হাতের হাড় ভাঙে তৃণমূল বিধায়কের। সেইসময় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তাতে ধরা পড়েনি যে মদনের মাজার হাড়েও চিড় ধরেছে। জানা গেছে, মদন মিত্রের মেরুদণ্ডের নীচের হাড়ে চিড় ধরেছে। সে জন্য কিছু মেডিক্যাল টেস্ট করানো হয়েছে হাসপাতালে। সেই টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

   

গত কয়েক মাস ধরেই মদন মিত্রের শরীর ভাল নেই। গত ৪ ডিসেম্বর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। সেখানে চিকিৎসা চলাকালীনই গত ৮ ডিসেম্বর পড়ে গিয়ে বাম হাতের হাড় ভাঙে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সাঙ্ঘাতিক খিঁচুনি হচ্ছিল মদনের। তখন তাঁর বাম হাতে চোট লাগে। এর পর ভাঙা হাড়ে প্লেট বসান চিকিৎসকরা। কিন্তু তারপরেও বিপদ কাটেনি।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে বাড়ি এলেও মদন মিত্রের হাতের যন্ত্রণা কমেনি। গত শুক্রবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মদনকে নিয়ে যান পরিজনরা। সেখানে পরীক্ষা করে জানা যায়, মদন মিত্রের হাতে বসানো প্লেটের স্ক্রু খুলে গিয়েছে। এমনকী হাতে আরও একটি হাড় ভাঙা থাকলেও সেটিকে জোড়েনি এসএসকেএম। তারমধ্যেই টেস্ট করে ধরা পড়ে তাঁর রক্তে হিমোগ্লোবিন কমেছে। কোমরের হাড়েও চিড় রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন