চার পুরনিগমে ৪-০ গোলে জয়ী TMC

mamata

চলছে চার পুরনিগম আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরের ভোট গণনায় স্পষ্ট টিএমসির দখলেই সব। শিলিগুড়িতে দশ বছর পর TMC বিজয় রথ ছুটল।

ক্ষমতায় আসার পর থেকে শিলিগুড়ি বারবার সরকার বিরোধী মনোভাবের শরিক হয়েছে। এমনকি সর্বশেষ বিধানসভা ভোটে সিপিআইএমকে হারিয়ে শিলিগুড়িতে জয়ী হয় বিজেপি। সেই পুরনিগমের বোর্ড দখল  টিএমসির।

   

হারলেন হেভিওয়েট সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। জিতলেন হেভিওয়েট টিএমসি নেতা গৌতম দেব। তিনি সম্ভাব্য মেয়র।

আসানসোলে ব্যাপক ভোট সন্ত্রাসে অভিযুক্ত শাসক দল। এই পুরনিগমের প্রায় সবটাই টিএমসি দখলের দিকে।

বিধাননগর পুরনিগমে একচ্ছত্র জয়ের পথে শাসক দল।

চন্দননগরেও একই ছবি। বোর্ড গঠনের পথে তৃণমূল কংগ্রেস।

তাৎপর্যপূর্ণ, বিধানসভায়  বিরোধী দল বিজেপির অস্তিত্ব নিশ্চিহ্ন হতে চলেছে পুরনিগম নির্বাচনে।

বামফ্রন্ট কলকাতা পুরনিগমে দ্বিতীয় হয়েছিল। তাদের অবস্থান বাকি পুরনিগমগুলিতে কী হয় তা লক্ষ্যনীয়। 

কংগ্রেসের হাত খালি থাকছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন