পুলওয়ামার তদন্ত রিপোর্ট কই? ৩ বছর পরও উঠছে প্রশ্ন

১৪ ফেব্রুয়ারি। দেশ তখন প্রেম দিবসে মাতোয়ারা। তার মাঝেই খবর এল কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার এক গাড়ি জঙ্গি হামলায় উড়ে গিয়েছে। শহিদ হয়েছেন ৪০ জন…

১৪ ফেব্রুয়ারি। দেশ তখন প্রেম দিবসে মাতোয়ারা। তার মাঝেই খবর এল কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার এক গাড়ি জঙ্গি হামলায় উড়ে গিয়েছে। শহিদ হয়েছেন ৪০ জন জওয়ান। আনন্দে মুহূর্তে নিভে গেল। কালো মেঘ নেমে এল প্রতিটা দেশবাসীর চোখে মুখে।

৩ বছর হয়ে গেল পুলওয়ামার সেই ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু আজও তার তদন্তের বিস্তারিত রিপোর্ট অধরা। কেন্দ্রীয় সরকারকে এর জন্য এর আগে বহুবার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে। বিরোধীরা তুলোধনা করেছে শাসকদলকে। কিন্তু তারপরও বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়নি। ২০১৯ সালে, সেদিন যখন পুলওয়ামায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান প্রধানমন্ত্রী মোদী সেদিন ব্যস্ত ছিলেন শুটিংয়ে। বিরোধীরা অভিযোগ তোলে, এমন এক জঙ্গি হামলার খবর পাওয়ার পরও প্রধানমন্ত্রী শুটিং ছেড়ে আসেননি। যদিও শাসকদল এনিয়ে ছিল স্পিকটি নট। তবে পুলওয়ামা হামলার যোগ্য জবাব ছিল বালাকোট এয়ারস্ট্রাইক। পাকিস্তানকে ভারত সেদিন বুঝিয়ে দিয়েছিল ঢিল মারলে পাটকেলটিও খেতে হবে। ওই সময় পাকিস্তানের হাতে ধরা পড়েছিল ভারতীয় ফাইটার জেটের পাইলট অভিনন্দন বর্তমান। কিন্তু ভারতীয় কুটনীতির সামনে পাকিস্তানের কোনও বক্তব্যই ধোপে টেকেনি।

   

ভারত পাকিস্তান এই স্ট্যান্ডঅফের পর বছর ঘুরেছে। একে একে তিনটে বছর কেটে গিয়েছে। পুলওয়ামার কারণে পাকিস্তানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সংঘাতে যেতেও দ্বিধা করেনি ভারত। কিন্তু পুলওয়ামা হামলার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টও প্রকাশ করেনি কেন্দ্র সরকার। জাতীয় তদন্তকারী সংস্থা তদন্তভার হাতে নিয়েছে। কিন্তু ওই পর্যন্তই। তাই হামলার ৩ বছর পরও দেশবাসীর মনের কোনও এক প্রান্তে প্রশ্নচিহ্ন থেকেই গিয়েছে। তাহলে কি এমন কিছু আছে যা প্রকাশ করতে চাইছে না কেন্দ্র? প্রেম দিবসের সকালে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জ্ঞাপনের সময় এই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে।