‘গুন্ডামির পথ বেছে নিয়েছে বিজেপি’, বিস্ফোরক দাবি TMC নেতার

লোকসভা ভোটের মুখে নতুন করে বাংলার শাসক দল তৃণমূল (TMC)-এর অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠল সর্বত্র। নতুন করে ঘাসফুল শিবির নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার…

লোকসভা ভোটের মুখে নতুন করে বাংলার শাসক দল তৃণমূল (TMC)-এর অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠল সর্বত্র। নতুন করে ঘাসফুল শিবির নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলল।

Advertisements

আজ শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বড় মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা নির্বাচন কমিশনারদের নির্বাচন করেন। গোটা দেশ জানে কোন দল আইনশৃঙ্খলা ভঙ্গ করে এবং গুন্ডামির পথ অনুসরণ করে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সমর্থনে তিনবার ক্ষমতায় রয়েছে তৃণমূল। যারা এখানে মানুষের ভালোবাসা ও সমর্থন পায় না, তারা গুন্ডামির পথ বেছে নেয়।”

Advertisements

উল্লেখ্য, ৭ দফায় দেশে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল হবে লোকসভা ভোট। ভোট গণনা হবে ৪ জুন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন অনুষ্ঠিত হবে। বাংলা, উত্তরপ্রদেশ এবং বিহারে ৭ দফায় হবে ভোট।

রইল বাংলার তালিকা…

১৯ এপ্রিলঃ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।

২৬ এপ্রিলঃদার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।

৭ মেঃ দুই মালদহ, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।

১৩ মেঃ কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল।

২০ মে এপ্রিলঃ হুগলি, হাওড়া এবং আরামবাগ, ব্যারাকপুর, শ্রীরামপুর, বনগাঁ, দমদম, বসিরহাট।

২৫ মেঃ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম।

১ জুনঃ দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।