Tmc: চন্দ্রকোনায় কোল্ড স্টোরেজের শ্রমিকদের থেকে তোলা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

tmc flag

নির্বাচনের সামনেই আবার প্রকাশ্যে আসলো তৃণমূলের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ। এবারের অভিযোগ জানালেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্র কোণায় অবস্থিত ১৫ টি কোল্ড স্টোরেজের শ্রমিকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের রয়েছে ১৫টি কোল্ড স্টোর। চলতি মরশুমের এই সময়টাই হিমঘরে রাখা হয় আলু মজুতের কাজ। সেই জন্য কোল্ড স্টোরে আলু লোড ও আনলোডের কাজের জন্য প্রচুর শ্রমিক প্রতিনিয়ত কাজ করছেন।

জানা যাচ্ছে, ঐখানে প্রায় ১০০০ শ্রমিক কর্মরত। অভিযোগ সেই শ্রমিকদের থেকেই মাথাপিছু ১০০ টাকা করে চাওয়া হচ্ছে। কার্তিক প্রামাণিক নামে এক শ্রমিক বলেন, “তৃণমূল সভাপতি এসেছিল। কখনও নিরুপমদা আসেন। বলেন,’আপনারা কিছুই বোঝেন না। যেটা বলছি সেটা করুন।’ আমাদের বলছে ব্রিগেড যাওয়া হবে ৪০০ টাকা দিতে হবে। আগামী ২০ তারিখের মধ্যে আবার টাকা চেয়েছেন।” অন্য এক শ্রমিক বলেন, গত কয়েক বছর ধরেই আমাদের থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।

   

এই বছরও ১০০ টাকা করে চাওয়া হয়েছে। অনেকে ইতিমধ্যে সেই টাকা দিয়েছে। অভিযোগ, টাকা চাইছে আইএনটিটিউসি-র ব্লক তৃণমূল সভাপতি অনুপম ঘোষ (পিন্টু)। অপরদিকে, এই নিয়ে সোচ্চার হয়েছেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ। তিনি আবার একটি নির্দেশিকা জারি করেছেন। বলেছেন, এই টাকা তোলা যাবে না। অভিযুক্ত তৃণমূল নেতা অনুপম ঘোষ বলেন, “আমি এক বছর হল দায়িত্ব পেয়েছি। খোঁজ করে দেখলে বুঝতে পারবেন কোথাও টাকা নেওয়া হয়নি।

১৮ই ফেব্রুয়ারি শ্রমিকদের স্বার্থে একটা সম্মেলন হয়। টাউন হল ভাড়া করা হয়েছিল। সেই সময় ব্লক সভাপতি হীরালাল বাবুকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। উনি যাবেন না বলে জানান। সেই সময় শ্রমিকদের আমি মাছ ভাত খাইয়েছি। যদি কেউ স্বেচ্ছায় দু’পাঁচ টাকা দেয় তাহলে কি সেটা অন্যায় ?” অপরদিক, ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ বলেন, “অনেক শ্রমিকরা আমার কাছে অভিযোগ করেছেন। প্রায় এক হাজারের উপর শ্রমিক রয়েছে। ওদের কাছে ১০০ টাকা করে নেওয়া হলে কত টাকা হয় ভাবুন।” আর বাংলার মানুষ বলছে, এ খেলা চলছে নিরন্তর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন