Tmc: ৩০ টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী কমিটি তৈরী করলো তৃণমূল

tmc flag

 

নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের পারদ তত উর্দ্ধমুখী। বিশেষে করে কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদল নির্বাচন নিয়ে চূড়ান্ত তৎপর। এই পরিস্থিতিতেই এ বার ৩০টি লোকসভা আসনে নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল কংগ্রেস৷ ভোট প্রক্রিয়ায় কাজ করতে এই কমিটি গঠন করা হল৷ তবে সবকটি আসনের জন্য নয়, ৩০টি আসনের জন্য এই কমিটি তৈরি করা হল বলেই খবর।

   

তৃণমূল মনে করে বেশ কিছু আসনে তাদের জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কিছু আসন আছে, যেখানে লড়াই ভালো হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যে সমস্ত লোকসভা আসনে সেখানকার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে৷ এই কমিটিতে গড়ে ১৫ জন করে সদস্যকে রাখা হয়েছে৷

তবে বিশেষভাবে লক্ষ দেওয়া হয়েছে, উত্তর ও পশ্চিমের জেলাগুলোকে। তৃণমূল সূত্রের খবর, কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন৷ এ ছাড়া বিধায়ক, সাংগঠনিক পদাধিকারীও আছেন, তাঁদেরও রাখা হয়েছে এই কমিটিতে৷ এই রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ উত্তরে আসনগুলিতে যথেষ্ট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, পশ্চিমের জেলাগুলির আসনেও লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ সব মিলিয়ে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শাসকদলেরও মাথায় আছে। তৃণমূল নিজেদের মতো করে কমিটি তৈরী করে ভোট যুদ্ধে নামার প্রস্তুতি আপাতত নিয়ে ফেলেছে বলেই জানা যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন