মমতার কথা রেখে সুপ্রিম কোর্টে SIR বিরোধী মামলা তৃণমূল সাংসদের

supreme-court-open-category-reservation-ruling

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Dola Sen)বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঝড় তুঙ্গে। গতকাল গঙ্গাসাগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব।” তাঁর সেই কথা মতোই আজ সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর-বিরোধী মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেই সঙ্গে জরুরি শুনানির আবেদনও করা হয়েছে।

এই মামলায় অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, যার ফলে মৃত্যু পর্যন্ত হয়েছে। মমতা গতকালই বলেছিলেন, তিনি নিজে আইনজীবী এবং দরকার পড়লে সুপ্রিম কোর্টে সাধারণ নাগরিক হিসেবে সওয়াল করতে প্রস্তুত।এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে বারবার অভিযোগ উঠেছে যে, এটি পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত।

   

ভারতের সুখোই SJ-100 কি ফরাসি জেট ইঞ্জিন দিয়ে সজ্জিত হবে?

খসড়া তালিকায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাই ৫৪ লক্ষ নাম বাদ পড়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি গঙ্গাসাগরের মঞ্চ থেকে বলেন, “এআই ব্যবহার করে নাম কেটে দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশন চলছে। বুড়ো-বুড়িদের ১০ কিলোমিটার হাঁটিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। অসুস্থ মানুষকে হ্যারাস করা হচ্ছে। এতে অনেকে মারা গিয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন।”

মমতা আরও বলেন, “খুনিরাও নিজের পক্ষে সওয়াল করার অধিকার পায়। আমি মানুষের হয়ে সওয়াল করব। সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে অনুমতি চাইব।”দোলা সেনের দায়ের করা এই মামলা আগের এসআইআর-সংক্রান্ত মামলাগুলির সঙ্গে যুক্ত হতে পারে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী এই প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে যে, এসআইআর একটি রুটিন প্রক্রিয়া, যার উদ্দেশ্য ভোটার তালিকা শুদ্ধ করা। কিন্তু তৃণমূলের অভিযোগ, এটি ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তৃণমূল সমর্থকদের টার্গেট করা হচ্ছে। মমতা গতকাল বলেন, “এটি অমানবিক।

এত মানুষের মৃত্যুর জন্য আমরা আইনি পথে যাব।” এই মামলার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, জরুরি শুনানির আবেদন করলেও শুনানি কবে শুরু হবে এবং এটি পুরনো মামলাগুলির সঙ্গে যুক্ত হবে কি না। তৃণমূলের তরফে বলা হয়েছে, এসআইআর-এর বিরোধিতা নয়, প্রক্রিয়ার ত্রুটির বিরোধিতা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন