HomeWest BengalKolkata CityLoksabha election 2024:কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল, এখনও পর্যন্ত ৬০ অভিযোগ

Loksabha election 2024:কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল, এখনও পর্যন্ত ৬০ অভিযোগ

- Advertisement -

২৬ এপ্রিল লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে শুক্রবার ভোট । এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে দাবি করলেও তৃণমূল মানতে নারাজ। এইদিন ভোটগ্রহণ শুরু হতেই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূলের তরফে অভিযোগ বালুরঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে। তাদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয় কিছু কিছু ভোটারকে ভোটদানে বাঁধারও সৃষ্টি করছেও তারা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন মারাত্বক অভিযোগ দায়ের করেছে ঘাসফুল শিবির। এইদিন ভোট শুরু হতেই কমিশনে অভিযোগ আসতে শুরু করে। রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে কিছু জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে। তৃণমূলের তরফে এইদিন সকাল থেকে এই খবর প্রকাশিত হওয়া অবধি ৬০ টি অভিযোগ জমা পড়েছে।

   

অন্যদিকে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন ভোটারদের বাধা দেওয়ার হচ্ছে।  তিনি জানালেন, ‘ভোট শুরু হতেই ভোটারদের বাধা, গঙ্গারামপুরের নাড়ুই বুথে এই ঘটনা ঘটেছে, সঠিকভাবে এরিয়া ডমিনেশন হয়নি, ইটাহারেও বেশ কয়েকটি জায়গায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। ‘ তিনি তৃণমূলের দিকে সমস্ত অভিযোগ করেন। কিছু কিছু কেন্দ্রে ইভিএম খারাপ থাকার জন্য দেরিতে ভোট শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular