HomeWest BengalKolkata CityBehala: এলাকা দখলকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, চলল গুলি-বোমা

Behala: এলাকা দখলকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, চলল গুলি-বোমা

- Advertisement -

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকা দখলকে কেন্দ্র করে দুই পাড়ার গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র চেহারা নিল বেহালার চড়কতলা এলাকা। দফায় দফায় গুলির আওয়াজে কেঁপে ওঠে বেহালা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অন্তত ১০টি গাড়ি ও বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়।

জানা গিয়েছে, ওই এলাকায় পয়লা বৈশাখের আগে চড়কের মেলা হয়। এলাকায় রয়েছে একটি মন্দির। সেই মন্দিরকে ঘিরেই হয় মেলা। ওই মেলা ও মন্দিরের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়েই.দু পক্ষের মধ্যে দীর্ঘদিনের সংঘাত চলছিল দু’পক্ষের মধ্যে। এরপর গতকাল সেই সংঘাত চরম আকার ধারণ করে। বাপন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সকালেও সেই ভাঙচুরের প্রমাণ মিলেছে এলাকায়।

   

 

দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি ও বোতল ছোঁড়াছুঁড়ি হয়। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সিসি ক্যামেরা ও জানলার কাচ অবধি ভেঙে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। এরপর বেহালা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা।

এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি।’ যদিও এই ঘটনায় এখনও অবধি তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular