HomeWest BengalKolkata Cityতৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম সল্টলেক

তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম সল্টলেক

- Advertisement -

 তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র চেহারা নিল সল্টলেক। সল্টলেকের ১১ নম্বর বুথে তুলকালাম শুরু হয়েছে। হাতাহাতিতে জড়িয়ে পরেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। অন্যদিকে ৩৭ নম্বর ওয়ার্ডের ২ প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়েছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: AMC Election: মমতার ছবি নিয়ে ভোটের লাইনে, আসানসোল সরগরম

   

বিজেপির অভিযোগ, বহিরাগতদের নিয়ে বুথের মধ্যে ঢুকেছেন তৃণমূল প্রার্থী।’ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। এদিকে বিধাননগরের ২৭ নং ওয়ার্ডে ভুয়ো ভোটারের দেখা মিলেছে। অভিযোগ, ভোটের স্লিপের নামের সঙ্গে কোনও মিল নেই। এমনকি সিসিটিভি দেখে কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যায় সেই ‘ভোটার’। 

এর পাশাপাশি সল্টলেকের ইই ব্লকে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে। বুথের সামনে জমায়েত করেছে বহিরাগতরা বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। তাঁদের সঙ্গে বচসাও হয় বিজেপি প্রার্থীর বলে জানা গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular