HomeWest BengalKolkata CityAnis Murder: স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট

Anis Murder: স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট

- Advertisement -

আমতার ছাত্র নেতা আনিস খানের হত্যা মামলায় এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আনিস মামলায় ২৪ ঘন্টার পরিবারের কী কী বক্তব্য রয়েছে তা লিখিত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘ আনিস খান কে খুন করা হয়েছে, তাঁর বাবার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে।’ এদিকে এদিন বিচারপতি বিকাশ বাবুকে জিজ্ঞাসা করা হয় যে কেন আনিসকে খুন করা হয়েছে বলে তাঁর মনে হচ্ছে। বিচারপতির এহেন প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন জানান, আনিস খান একজন প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিলেন।
আলিয়া বিশ্ব বিদ্যালয় ছাত্র। CAAর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। করোনা অতিমারীতে উলবেড়িয়া হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করে ছিলেন।

   

আনিসুর নিজে হুমকির সম্মুখীন হয়েছিলেন বলে পুলিশি সহযোগিতা চেয়েছিলেন। কেন খুন করা হল?
এখানে পুলিশের ভূমিকা কী?
কেন সঠিক তদন্ত করা হচ্ছে না?
কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? কেন তাঁর পরিবারের সদস্যদের চাকুরীর প্রলোভন দেখানো হচ্ছে? একাধিক অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

এদিন বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন আগামীকালের মধ্যেই আনিস খানের পরিবারের কি কী অভিযোগ তা হলফনামায় জানাতে হবে ।পাশাপাশি রাজ্য সরকারকেও তাঁদের অভিযোগের কপি দিতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular