বিজেপির ডাকা বাংলা বনধ বানচালে সক্রিয় থাকবে রাজ্য সরকার

nabanna

ভোটের দিন রাজ্যের শাসক দলের অশান্তি ছড়ানোর ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। এর প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি বনধের ডাক দিয়েছে। রাজ্য সরকার বনধ সফল হতে না দেওয়ার লক্ষ্যে জারি করল বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সোমবারের বনধ কার্যকর হবে না।

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan: বাগানের ভারতীয় জুটিতে ছুটি বেঙ্গালুরুর

   

বিজেপির বনধ একপ্রকার অসফল করতে বৈঠক করেন মুখ্যসচিব। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানায় সোমবার দোকান, স্কুল সব খোলা থাকবে। কর্মচারীদের অফিস আসতে হবে। রাজ্য পুলিশের মহা নির্দেশক মনোজ মালব্য জানিয়েছেন, সোমবার জোর করে বনধ করা হলে ব্যবস্থা নেবে পুলিশ।

রাজ্যের তরফে বলা হয়েছে, স্কুল, কলেজ, দোকান খোলা থাকবে। অফিসের কর্মচারীদের অবশ্যই অফিসে আসতে হবে। কেউ যদি জোর করে বনধ সফল করতে অশান্তি করতে চায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দেশে ফিরতে চায় না, ইউক্রেনের মানুষের পাশে ভারতীয় তরুণী

Advertisements

রবিবার ১০৮ পুরসভার ভোটে সকাল থেকেই শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিজেপি কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানালেও কমিশন রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন আয়োজিত করে। এর বিরুদ্ধেও সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। উল্লেখ্য, ১০৮ পুরসভার সকল প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে মার্চ মাসের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী বুধবার।

গত পুরভোট হয় ফেব্রুয়ারির ১২ তারিখ। জয় নিয়ে শেষ হাসি হাসে তৃণমূল। সেসময়েও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তোলে। বিজেপি প্রার্থীরা হাইকোর্টে নিরাপত্তার আবেদন জানায়। হাইকোর্ট পরামর্শ দেয়, সুরক্ষা চাইলে ভোটকেন্দ্রের বাইরে পুলিশদের কাছে সাহায্য চান। বিজেপির বনধের প্রতিবাদে সোমবার রাস্তায় নামবে তৃণমূল।