TET Scam: টেট দুর্নীতিতে মমতার চাপ, পদ ফিরে পাবেন না মানিক

mamata phone

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ (Tet Scam) দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যেসমস্ত রায় দিয়েছিলেন সেই সমস্ত রায় বহাল থাকায় মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) উপর আরও চাপ। বিধায়ক মানিক ভট্টাচার্যকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের বিরুদ্ধে আনা আবেদন খারিজ।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক শিক্ষার মামলা। যেখানে তিনি রায় দিয়েছেন, কর্মরত শিক্ষকদের নিয়োগের তথ্য সিএফএসএলে পাঠানো অর্থাৎ ফরেন্সিক তদন্ত করা, সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

   

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সিবিআইয়ের একটি এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের তত্ত্বাবধানে তদন্ত হবে সেই রায়কে বহাল রেখেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে সময় অনুযায়ী আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

একইসঙ্গে ২৬৯ জনকে চাকরি পদ থেকে বরখাস্ত করেছিল আদালত। ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশ বহাল থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন