HomeWest BengalKolkata CityTET: বিপুল দুর্নীতির মাঝেই রাজ্যে টেট সিদ্ধান্ত

TET: বিপুল দুর্নীতির মাঝেই রাজ্যে টেট সিদ্ধান্ত

- Advertisement -

রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট (TET)। এই টেট নিয়োগে ঘিরে বিপুল দুর্নীতিতে জেরবার মমতার সরকার। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির বৈঠকে সিদ্ধান্ত ডিসেম সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেপ্টেম্বরের মধ্যেই টেট সম্ভব নয়। তাই বছর শেষেই হবে টেট।

প্রতি বছর নিয়ম মেনে টেট করাতে হবে। নির্দেশের পরেই তৎপর হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।

   

উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। সেখানে ৬ টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ উঠেছিল। এরপর ২০১৬ এবং ২০১৯ সালে চাকরি পান উত্তীর্ণরা। কিন্তু দীর্ঘ সময় ধরে আটকে নিয়োগ। হাই কোর্টের নির্দেশে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। ২৮ সেপ্টেম্বর নিয়োগ নিয়ে অবগত করতে হবে হাই কোর্টকে।

তৃণমূল সরকারের জমানায় এখনো পর্যন্ত ৩ বার প্রাথমিক টেট হয়েছে। প্রত্যেকবারেই চরম দুর্নীতির অভিযোগ এসেছে। অভিযোগ, কখনও সাদা খাতা জমা দিয়ে নিয়োগ হয়েছে। আবার কখনও ইন্টারভিউতে বাড়িয়ে নম্বর দেওয়া হয়েছে। আবার কখনও টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে।

শুক্রবার কলকাতা হাইকোর্টয়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নম্বর বিভাজন সহ সমস্ত তথ্য দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চাই ৬০ হাজার জনের নিয়োগ তালিকা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular