HomeWest BengalKolkata Cityজাপানি ওয়েব সিরিজ দেখে বহুতল থেকে ঝাঁপ কিশোরের

জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতল থেকে ঝাঁপ কিশোরের

- Advertisement -

জাপানি ওয়েব সিরিজ দেখে মর্মান্তিক পরিণতি বছর ১৩-র কিশোরের। গত শনিবার ফুলবাগানের একটি বহুতল আবাসন থেকে ঝাঁপ দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের অনুমান ওয়েব সিরিজ দেখেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সাইকেলে চেপে রাম রাজ্যে ক্ষমতা বিস্তার করতে চায় মমতা

   

পুলিশ সূত্রে খবর, কলকাতার ফুলবাগানের ক্যানাল সার্কুলার রোডের একটি বহুতল আবাসনে থাকত বিরাজ পাশাচিয়া। কলকাতার একটি নামী স্কুলের ছাত্র ছিল সে। করোনার কারণে স্কুল বন্ধ ছিল। তাই অনলাইন ক্লাসের জন্য একটি গ্যাজেট কিনে দেওয়া হয়। কিন্তু পরিবারের কথায়, তারপর থেকে ওই গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ে বিরাজ। শনিবার সরস্বতী পুজ নিয়ে বাড়ির সবাই ব্যস্ত ছিলেন। সেইসময়ই সকলের আড়ালে ছাদে চলে যায় ওই কিশোর। কিছুক্ষণ পর বহুতলের নিচ থেকে আওয়াজ আসায় নিরাপত্তারক্ষীরা দেখতে পায় সুইমিং পুলের পাশে বিরাজের রক্তাক্ত দেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আরও পড়ুন: তাঁর আট বছরের ছোট্ট মেয়ের সঙ্গেও ভাব জমে উঠেছিল শিল্পীর, জানালেন লতাজির চিকিৎসক

তদন্তে নেমে বিরাজের গ্যাজেট উদ্ধার করে ‘প্ল্যাটিনাম এন্ড’ নামক জাপানি ওয়েব সিরিজ সম্বন্ধে জানতে পারে পুলিশ। ওই সিরিজে দেখানো হয়েছে, নায়ক উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গেলে এক দেবদূত এসে তাঁকে বাচিয়ে দেয়। এরপর নায়ক আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়। সিরিজ দেখে অনুপ্রাণিত হয়েই ছাদ থেকে ঝাঁপ দেয় মৃত কিশোর।

কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন গেম বা ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত হওয়ার ঘটনা নেহাৎ কম নয়। পাবজি, ব্লু হোয়েলের মত গেমগুলির কারণে এর আগেও কয়েকজনের প্রাণ গিয়েছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular