Loksabha election 2024: নিজের হোয়াটস অ্যাপ নম্বর শেয়ার করে অভয় দিলেন শুভেন্দু

suvendu adhikari

লোকসভা ভোটের প্রাক্কালে নিজের হোয়াটস অ্যাপ শেয়ার করে অভয় দিলেন দলীয় কর্মীদের । বললেন তিনি পাশে আছেন। চিন্তার কিছু নেই। বেনিয়ম দেখলেই যেন তাঁকে জানানো হয়। তিনি সবসময় সঙ্গে আছেন তাঁর কর্মীদের সঙ্গে। প্রসঙ্গত ২৫ মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট । তাঁর আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্রসায়রে শাসকদল ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বুধবার তিনি তাঁর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ” আপনারা একদম মারপিঠের মধ্যে, গন্ডোগোলের মধ্যে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে মামলা করতে দেবেন না, আমি আপনাদের বলছি। ২৩ তারিখ সন্ধে ৬টার পর থেকে পাত্রসায়র, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটস অ্যাপ নম্বর ৯৭৩৩০ ৬৪৫৯৫। যেখানে জমায়েত করবে তোলামূল, এলাকার নাম লিখে টাইপ করে পাঠাবেন।” শুধু তাই নয়, কোনও বুথে জমায়েত দেখলে বা গণ্ডগোলের আশঙ্কা থাকলে সঙ্গে সঙ্গে জানাবেন। সঙ্গে পুলিশ স্টেশনের নাম জানাবেন।

   

এখানেই শেষ নয় তাঁর গলায় উঠে আসে এসএসসি প্রসঙ্গ। তিনি বলেন, ” ২১ জুলাইয়ের আগেই কিন্তু ১৬ জুলাই চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি।” তিনি আরও বলেন ‘২৬ নয়, ‘২৪-এই রাজ্যে বিধানসভা ভোট হবে।” এইদিন তিনি রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন