সামনের মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ হিসেবে কি দায়িত্ব পালন করবেন লোপেজ হাবাস? ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল শেষ হওয়ার আগে থেকে উঠতে শুরু করেছিল এই প্রশ্ন। মরসুম শেষ হওয়ার পরেই থামছে না জল্পনা। সেই সঙ্গে রয়েছে ক্লাবের দল গঠন সংক্রান্ত কাজ।
লোপেজ হাবাসের শারীরিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে উঠেছে। কোচের বয়স বেড়েছে। সেই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা চিন্তার কারণ হয়ে উঠেছে। মরসুমের শেষের দিকে এসে অসুস্থতার কারণে বেশ কাবু হয়ে পড়েছিলেন তিনি। একাধিক ম্যাচে উপস্থিত ছিলেন না সাইড লাইনের ধরে. অনুশীলনেও দিন কয়েক অনুপস্থিত ছিলেন। হোটেলের ঘর থেকে করছিলেন যাবতীয় কাজ।
জানা যাচ্ছে, হাবাসকে মাথায় রেখেই দল গঠনের কাজ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফুটবল সই করানোর ক্ষেত্রেও তাঁর পরামর্শ নেওয়া হতে পারে।
হাবাসের পরামর্শ মেনে দল গঠনের কাজ করা হলেও নতুন মরসুমে তিনিই যে হেড কোচের দায়িত্ব পালন করবেন সেটা জোর দিয়ে বল যাচ্ছে না। মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে হাবাসের সম্পর্ক ভালো। কোচ হিসেবে ভারতীয় ফুটবলে তিনি সফল. এবারে দলকে জিতিয়েছেন লিগ শিল্ড। সেহেতু তাঁর পক্ষে কোচ হিসেবে কাজ চালানো সম্ভব না দলে, দল পরিচালনার কাজে যুক্ত থাকতে পারেন। সব মিলিয়ে মোহনবাগানে হাবাস চ্যাম্পটার এখনই ক্লোজ হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।