HomeWest BengalKolkata CitySSC Scam: চাকরি দিতে আলাদা কোটা ছিল অর্পিতার, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য

SSC Scam: চাকরি দিতে আলাদা কোটা ছিল অর্পিতার, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য

মুখোমুখি জেরায় চোখে চোখে কথা...

- Advertisement -

মুখোমুখি জেরায় বিস্ফোরক অর্পিতা।ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বলেছে নিজের চাকরি প্রার্থীদের জন্য সরাসরি পার্থর কাছে আবেদন করত। বান্ধবীর দেওয়া চাকরী প্রার্থীদের নাম ফেরাতে পারতেন না পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের এধরনের কর্মরতদের সংখ্যা অনেক বলেই জানা গেছে। এমনকি দফতরের আধিকারিকদের ওপর চাপ দেওয়া হতো বলে জানা গেছে।

অর্পিতা ও পার্থ (অপা) কে সিজিও কমপ্লেক্সের ছয় নম্বর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মুখোমুখি বসিয়ে চার জনের ইডি আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন। মুলত যে প্রশ্নগুলি ইডির আধিকারিকরা করতে চাইছেন, যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, সেটা কার টাকা? অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে কত সম্পত্তি রয়েছে? দু’জনের নামে আরও কটা অ্যাকাউন্ট আছে?

   

তদন্তে নেমে অপা ইউটিলিটি সার্ভিসেসের কথা জানতে পেরেছে ইডি। প্রায় ১০ বছর ধরে চলছিল অপা ইউটিলিটি সার্ভিসেস। তারা কী কাজ করত? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দু’জনের উত্তরে অসঙ্গতি রয়েছে। গোটা জেরা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সূত্রের খবর দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত অর্পিতা মুখ্যোপাধ্যায়। বান্ধবীর জন্য আলাদা করে কোটা রেখেছিলেন পার্থ।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উদ্ধার হওয়া তিনটি ডায়েরিকে। ডায়রিতে লেখা ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন, গভর্মেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। এর ভিতরেই আছে হরেক তথ্য।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular