HomeWest BengalKolkata Cityআগাম রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দারস্থ সৌমেন্দু

আগাম রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দারস্থ সৌমেন্দু

- Advertisement -

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। মনোনয়নপত্র জমার কাজ‌ চলছে। তারই মাঝে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময় নতুন মামলার আশঙ্কায় আগাম রক্ষাকবচ চেয়ে আদালতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

   

সৌমেন্দু অধিকারী জানান, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১২টি এফআইআর রয়েছে। মিথ্যে মামলায় তাকে জড়ানো হচ্ছে।

দলের তরফে পঞ্চায়েত নির্বাচনের জন্য বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। কিন্তু তার আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে।

এই অবস্থায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে সৌমেন্দু অধিকারী। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে বুধবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সৌমেন্দুর। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সৌমেন্দুকে একাধিকবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করেছে কাঁথি পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular