আসন্ন ফুটবল মরশুমে রেনবো এফসিতে গেলেন এই সবুজ-মেরুন তারকা

জুন মাসের মাঝামাঝি সময় থেকেই এবার শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। দেখতে গেলে হাতে মাত্র আর কটা দিন। তারপরেই শুরু নতুন ফুটবল মরশুম। তাই…

Shilton Paul

জুন মাসের মাঝামাঝি সময় থেকেই এবার শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। দেখতে গেলে হাতে মাত্র আর কটা দিন। তারপরেই শুরু নতুন ফুটবল মরশুম। তাই এই শেষ মুহূর্তে দলবদলের বাজার থেকে খেলোয়াড় তুলে চমক দিতে মরিয়া ময়দানের প্রত্যেকটি ক্লাব। যদিও এক্ষেত্রে বাকিদের টেক্কা দিয়ে অনেক আগে থেকেই দল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে ভবানীপুর।

তবে শেষ মুহূর্তে কিছু চমক রেখে টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য বাকি ক্লাব গুলির। সেইমতো এবার দলবদলের বাজারে বড়সড় চমক দিক রেনবো এফসি। আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে সবুজ-মেরুন দলের তারকা ফুটবলার কে সই করালো এই ক্লাব।

তিনি শিল্টন পাল। একটা সময় আপামর মোহনবাগান সমর্থকদের নয়নের মনি ছিলেন এই গোলরক্ষক। তার হাতে দলের তিন কাঠির দায়িত্ব দিয়ে একাধিকব ম্যাচ জিতেছে মোহনবাগান। প্রতিপক্ষের আক্রমণ থেকে দলের সাক্ষাৎ পতন আটকে দিয়েছেন বহুবার। তবে পরবর্তী সময় অর্থাৎ দলের আইএসএল মরশুম শুরু হওয়ার পর আর আগের মতো দেখা যায়নি শিল্টন কে। এবার এই তারকা গোলরক্ষকের হাতেই দলের তিন কাঠি সামলানোর দায়িত্ব তুলে দিল রেনবো এফসি। কর্তাদের আশা, এই তারকা ফুটবলার কে সামনে রেখেই আগত মরশুমে ভালো পারফরম্যান্স করবে তাদের ক্লাব।

তবে অন্যান্য বছর গুলির তুলনায় এবার বদলে গিয়েছে কলকাতা লিগের ফরম্যাট। এই মরশুম থেকেই “প্রিমিয়ার ডিভিশন এ” ও প্রিমিয়ার বি” একসাথে করে আয়োজিত হবে কলকাতা ফুটবল লিগ। যারফলে, এবার একই লিগে খেলতে দেখা যাবে কলকাতা ময়দানের মোট ২৬ টি দলকে। মোট দুটি গ্রুপে ভাগ করা হবে সমস্ত দলগুলোকে।

যাদের মধ্যে থেকে গ্রুপ প্রতি ৩টি করে দল একেবারে চলে যাবে সুপার সিক্সে। তারপর ওই ৬টি দলের মধ্যেই আয়োজিত হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। সেই অনুযায়ী গ্রুপ বি তে স্থান পেয়েছে এসোস রেনবো এফসি। যারফলে, তাদের খেলতে হবে ইস্টবেঙ্গল, ভবানীপুর, ও এরিয়ানের মতো ক্লাব গুলির সঙ্গে।