আনিস মামলায় রিপোর্ট পেশ করল সিট, জেলা জজ

অবশেষে ছাত্রনেতা আনিস খানকাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিট ও জেলা জজ। জানা গিয়েছে, ২০ পাতার রিপোর্ট পেশ করেছে সিট। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেল জানান, ‘FSL রিপোর্ট এখনও আসেনি । আশা করছি ২ সপ্তাহের মধ্যে আসবে। পোস্টমর্টেম ২ টোর রিপোর্ট এসেছে। ১৬১ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, দেরি কেনো? সেইসঙ্গে বিচারপতি মান্থা অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন যে আমতা থানার ওসি কে কেনো ছুটিতে পাঠানো হয়েছে? জবানবন্দি কে নেবে?

   

বিচারপতির এই উত্তরে রাজ্যের আইনজীবী জানান, ‘ফরেন্সিক রিপোর্ট না আসায় এখনও অনেকের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। রিপোর্ট এলে বিস্তারিত আরও অনেক কিছু জানা যাবে।’ প্রসঙ্গত, রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলকে (সিট) দু’সপ্তাহের মধ্যে আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন