ISL Semifinal: মোহন-তরী রুখে দিতে পারে নিজামদের রক্ষণ

হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে এটিকে মোহন বাগান (ISL Semifinal)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম মজবুত রক্ষণভাগ নিজামদের। শনিবার এটিকে মোহন বাগানের (ATK…

হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে এটিকে মোহন বাগান (ISL Semifinal)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম মজবুত রক্ষণভাগ নিজামদের।

শনিবার এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) প্রথম পর্বের সেমিফাইনাল। উল্টো দিকে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। তাদের ডিফেন্স কতটা মজবুত সে প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে হায়দরাবাদ। 

   

পোস্টে লেখা রয়েছে – ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেরা ডিফেন্স। তিনটে ক্লিনশিট, বাহান্নটা সেভ, ৬৩৮ টা ট্যাকেল, ২৩২ বার প্রতিপক্ষের আক্রমণে বাধাদান, এরিয়াল বল দখল সফলতা ৫০২ বার। 

ISL Semifinal
সামাজিক মাধ্যমে করা হায়দরাবাদ এফসির সেই টুইট পোস্টের একটি অংশ।

গ্রুপ পর্যায়ে হায়দরাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র এবং একটি ম্যাচ জিতেছিল এটিকে মোহন বাগান। ৮ ফেব্রুয়ারির ম্যাচে নিজামদের বধ করেছিল সবুজ মেরুন শিবির। খেলার ফল ছিল ১-২। লিস্টন কোলাসো এবং মনভীর সিংয়ের গোলে জিতেছিল এটিকে মোহন বাগান। ৫ জানুয়ারি ম্যাচের ফল ২-২। ম্যাচের অন্তিম মুহূর্তে দলের মুখ রক্ষা করেছিলেন সুপার সাব হাভিয়ের সিভেইরো। 

হায়দরাবাদের রক্ষণভাগ যেমন আঁটোসাঁটো, তেমনই দুরন্ত বাগানের আক্রমণভাগ। লিগ পর্বে মোট ৩৭ টি গোল করেছে হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন এটিকে মোহন বাগান। পরিসংখ্যান অনুযায়ী লিগের লড়াইয়ের চল্লিশের কাছাকাছি গোল করেছে তারা। বাগানের আগে রয়েছে কেবল দুটো দল। হায়দরাবাদ এফসি (৪৩), জামশেদপুর এফসি (৪২) । 

ওপেন প্লে থেকে সবথেকে বেশি গোল করেছেন লিস্টন কোলাসো, জনি কাউকোরা। ৩৭ টি গোলের মধ্যে ২৮টিই তারা করেছে ওপেন প্লে থেকে। নয়টি গোল হয়েছে থ্রু পাস থেকে। ওপেন প্লে এবং থ্রু পাস থেকে গোল করার দিক থেকে বাগানই এখনও পর্যন্ত এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা দল।