Arijit Singh: ববির বাড়িতে হাজির হয়ে টিএমসি যোগের জল্পনা অরিজিৎ

Singer, Arijit Singh ,TMC, Firhad Hakim,

গতকাল কলকাতায় কনসার্টে মঞ্চ মাতিয়েছেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)৷ অনুষ্ঠানের মঞ্চ থেকেই গেরুয়া বিতর্ক্রর অবসান ঘটিয়েছিলেন তিনি৷ রবিবার সন্ধ্যেয় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হতেই তাঁকে ঘিরে একাধিক্ক জল্পনা শুরু হয়েছে৷ তবে কি তৃণমূলে যাচ্ছেন অরিজিৎ? প্রশ্ন উঠছে ক্রমশ

বরাবর রাজনীতি এবকং বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছে বিখ্যাত সঙ্গীতশিল্পী। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে রঙ দে তু মোহে গেরুয়া গাইতেই অরিজিৎকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শনিবার অ্যাকোয়াটিকার কনসার্ট থেকে তার জবাব দিয়েছেন অরিজিৎ। তিনি বলেন, এই গান গাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা হল…। গেরুয়া তো সন্ন্যাসীদের রং, স্বামীজির রং। স্বামীজি যদি সাদা পরতেন তাহলেও কি এত বিতর্ক হত? অরিজিতের এই মন্তব্যের সাধুবাদ জানিয়েছে তৃণমূল। পাল্টা আক্রমণে তৃণমূল নেতারা জানান, রঙয়ের রাজনীতি করছে বিজেপি৷

   

এরপরেই রবিবার সন্ধ্যেয় মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা গেল অরিজিৎকে৷ স্যোশাল মিডিয়ায় নিজের বাড়িতে কাটানো মুহুর্ত শেয়ার করেছেন প্রিয়দর্শিনী হাকিম৷ সঙ্গে লেখেন, গত রাতের কনসার্টে অরিজিৎ সিংকে লাইভ শোনার ঘোর এখনও কাটেনি আমার। তার মধ্যেই এবার আমাদের বাড়িতে হাজির স্বয়ং গায়ক। তাঁর ব্যবহার ঠিক তাঁর গানের মতোই সপ্রতিভ

অবশ্য পাল্টা কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপিও। বিজেপি নেতা সজল ঘোষের কথায়, গেরুয়া স্বামীজীর রং। এই কথাটা বলতেই কি ববি হাকিমের বাড়িতে উপস্থিত হতে হল স্বয়ং শ্রী অরিজিৎ সিং কে? এই না হলে আমার এগিয়ে বাংলা!

গতকাল অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের লাইভে নজরকাড়া পারফরম্যান্স নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোড়ন পড়েছেন। দ্রুত ভাইরাল হচ্ছে সমস্ত ভিডিও। এরই মধ্যে ফিরহাদের বাড়িতে আমন্ত্রণে উপস্থিত হয়ে রাজনৈতিক জল্পনা বাড়ালেন বলিউড গায়ক? রাজনীতি থেকে দূরে থাকা দূরে থাকা অরিজিৎকে ঘিরে নতুন চর্চা

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন